দিওয়ানা বলে ডাকে আমায়
বলে হঠাৎ
মন খুশির ডানায়,
তোকে নিয়ে
কত গল্প সাজায়,
জেগে থাকে রাত
যেন তোর ইশারায়,
বেসামাল ইচ্ছেরা
ডাকছে তোকে কাছে আয়,
বাসবো ভালো যে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…
মন হারিয়েছে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…
আজকে বুঝেছি তাই
যেদিকে তে তাকাই,
তোর চোখে
স্বপ্ন এঁকে
ঠিকানা বানাতে চাই,
আজ ঘুম ভাঙা ভোর
তোকেই খুঁজে যায়,
তুই ছুঁলি এভাবে
নিজেই নিজেকে হারাই,
বাসবো ভালো যে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…
মন হারিয়েছে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…
লাগছে না ভালো আর
তাই খুঁজি বারবার,
তোর ছায়ার সঙ্গী হবো
দেব করে সব উজাড়,
জেগে থাকে রাত
যেন তোর ইশারায়,
বেসামাল ইচ্ছেরা
ডাকছে তোকে কাছে আয়,
বাসবো ভালো যে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…
মন হারিয়েছে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…
বাসবো ভালো যে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…
মন হারিয়েছে তাই
তোরই নামে সবাই,
দিওয়ানা বলে ডাকে আমায়…