চুপি চুপি কাছে এসো
লাল্লা, লা লা লাল্লা,
লাল্লা, লা লা লাল্লা…
লাল্লা, লা লা লা লা লা লা…
লাল্লা, লা লা লাল্লা…
চুপি চুপি, চুপি চুপি,
কাছে এসো, কাছে এসো,
হাত খানি, হাত খানি,
হাতে রাখো, হাতে রাখো,
আমায় আপন কর
আমায় আপন কর…
তুমি যে আমারি
আমি যে তোমারি,
ওগো প্রিয়ো…
চুপি চুপি, চুপি চুপি,
কাছে এসো, কাছে এসো,
হাত খানি, হাত খানি,
হাতে রাখো, হাতে রাখো,
আমায় আপন কর
আমায় আপন কর…
তুমি যে আমারি
আমি যে তোমারি,
ওগো প্রিয়ো…
লাল্লা, লা লা লাল্লা,
লাল্লা, লা লা লাল্লা…
চুপি চুপি, চুপি চুপি,
এলো চুল কবরীতে বেধেছি
যত্ন করে আজ সেজেছি,
এলো চুল কবরীতে বেধেছি
যত্ন করে আজ সেজেছি,
আসবে জানি, ঠিক পেয়েছি খবর,
দক্ষিণা হাওয়ায়…
লাল্লা, লা লা লাল্লা,
লাল্লা, লা লা লাল্লা…
চুপি চুপি, চুপি চুপি,
মধু মাস এসে চলে যায় যে
এই মন তমাকেই চায় যে,
মধু মাস এসে চলে যায় যে
এই মন তমাকেই চায় যে,
আকাশের চাঁদ হাসে দুষ্টু হাসি,
ডাকে ইশারায়…
লাল্লা, লা লা লাল্লা,
লাল্লা, লা লা লাল্লা…
চুপি চুপি, চুপি চুপি,
ভালবাসি তাই কাছে ডাকিগো
আশা নিয়ে পথ চেয়ে থাকিগো,
ভালবাসি তাই কাছে ডাকিগো
আশা নিয়ে পথ চেয়ে থাকিগো,
যেখানে নেই কেউ, চলো সেখানে,
শুধু দুজনায়…
লাল্লা, লা লা লাল্লা,
লাল্লা, লা লা লাল্লা…
চুপি চুপি, চুপি চুপি,
কাছে এসো, কাছে এসো,
হাত খানি, হাত খানি,
হাতে রাখো, হাতে রাখো,
আমায় আপন কর
আমায় আপন কর…
তুমি যে আমারি
আমি যে তোমারি,
ওগো প্রিয়ো…
লাল্লা, লা লা লাল্লা,
লাল্লা, লা লা লাল্লা…
লাল্লা, লা লা লা লা লা লা…
লাল্লা, লা লা লাল্লা…
লাল্লা, লা লা লাল্লা,
লাল্লা, লা লা লাল্লা…