O maab tara toke chara

Amar sadh na mitilo Lyrics – Kumar Sanu (Bengali song)

আমার সাধ না মিটিলো

Amar sadh na mitilo

Amar Sadh Na Mitilo Lyrics

আমার সাধ না মিটিলো

মা…আ… আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা,
আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা…
জনমের শোক ডাকিগো মা তোরে,
কোলে তুলে নিতে আয় মা…আ…
সকলই ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা…

পৃথিবীর কেউ ভালো তো বাসেনা,
এ পৃথিবী ভালো বাসিতে জানেনা,
পৃথিবীর কেউ ভালো তো বাসেনা,
এ পৃথিবী ভালো বাসিতে জানেনা,
যেথা আছে শুধু ভালোবাসা-বাসি,
যেথা আছে শুধু ভালোবাসা-বাসি,
সেথা যেতে প্রাণ চায় ,মা…আ…
সকলই ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা…

বড় দাগা পেয়ে বাসনা তেজেছি,
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি,
বড় দাগা পেয়ে বাসনা তেজেছি,
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি,
অনেক কেঁদেছি, কাঁদিতে পারিনা,
অনেক কেঁদেছি, কাঁদিতে পারিনা,
বুক ফেটে ভেঙে যায় মা…আ…
সকলই ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা…
জনমের শোক ডাকিগো মা তোরে,
কোলে তুলে নিতে আয় মা…আ…
সকলই ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা…

Get Lyrics of Other Shyama Sangeets

Leave a comment